আষাঢ়ের গান
জুয়েল আদীব
আজ আষাঢ়ের প্রথম দিন
বাজুক মনে বৃষ্টি বীণ।।
কদম ফুল পেখম মেলে
বনফুল গন্ধ ঢেলে
বাগান বিলাস রঙ ছড়িয়ে
দেবে তোমার মন ভরিয়ে।
তাই দেখে এই বর্ষা দিন
মনের সুখে হয় রঙিন।।
বৃষ্টির আশায় বসে থেকে
মেঘ বালিকার ছবি এঁকে
অচিন পথে হেঁটে হেঁটে
দিন যে আমার যায়রে কেটে।
জলভরা ঐ মেঘের ঋণ
মনের আলোয় হোক মলিন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন