জুয়েল আদীব |
জুয়েল আদীব
‘আমি তোমায় ভালোবাসি’ শুধু তোমাকে
চেতনে-অবচেতনে, উত্থানে-পতনে
শৈশবে-কৈশরে, যৌবনে, ষোলকলা জীবনে
জলে-স্থলে-অন্তরীক্ষে প্রতিধ্বনিত
প্রতিবিম্বিত আর প্রতি সঞ্চালিত
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
মাতৃভাষার প্রতীক অ-আ-ক-খ বর্ণমালা
ব্যঞ্জনের সাথে স্বরবর্ণের ওতপ্রোত ব্যঞ্জনা
তবেই না অতি পরিচিত সর্বত্র প্রচলিত
‘ভালোবাসা’ বর্ণজটের শৈল্পিক উদ্ভবে।
ধনীর অট্টালিকায়, গরীবের কুঁড়েঘরে
নদীর জলজ আস্তরে, বাতাসের
উড়ন্ত শরীরে, ‘ভালোবাসা’ উৎকীর্ণ
সুনীল গগনের কোমল মসৃণ চাদরে।
মাতৃভাষার বদৌলতে এত ভালোবাসা
স্ট্রীটে, পার্কে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে
মুখে-মুখে, চোখে-চোখে, মননে ও মানে
উপন্যাস, গল্প, কবিতা, ছন্দ ও গানে
ইতিহাসে, বর্তমানে, ভবিষ্যতে, অনুক্ষণে
সংকটে-সংগ্রামে, গভীর ঘন দহনে
স্পর্শে, অনুভবে, আঘাতে-প্রতিঘাতে
ইচ্ছায়-অনিচ্ছায়, অনুযোগ-অনুশোচনায়
ভালোবাসি। মাতৃভাষা ও ভালোবাসা
আমার দু’টি চোখ, চোখের প্রত্যাশা।
তোকেই ভালোবাসি তারুণ্যের উচ্ছাসে
যৌবনের অনুচ্চারিত অলিখিত প্রকাশে
তোর পদতলে একটি শব্দ ‘ভালোবাসা’।
মুখের ধ্বনি, নয়নের মণি, অঙ্গের ইঙ্গিত
ভাবের অনুভব, সবটুকুই মোর মাতৃভাষা।
২১.০২.০৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন