একটি কথা বলাই হলো না
জুয়েল আদীব
একটি কথা বলাই হলো না
সে কথাটি বলবো বলে চোখে-মুখে
কথার পিঠে কত কথা বলি তারে
শুধু একটি কথা হয় না কভু বলা।
হাজার কথার ভীড়ের মাঝে
সে কথাটি হারিয়ে গেলো মনে মনে
কথায় কথায় কত সময় ফুরিয়ে গেলো
বলার কথা বলাই হলো না।
ভূমিকার ভাব শেষ না হতে
প্রসঙ্গটা পাল্টে গেলো অজান্তে
শহর-নগর, অলি-গলি পেরিয়ে দেখি
আসল কথাই রয়ে গেলো কথার বাইরে।
কতো কথা পাখি হয়ে ওড়ে আকাশে
শুধু একটি কথা ঝরা পালক
সময় শেষে রইলো পড়ে হৃদয় জমিনে।
সেই কথাটি ঘড়ির কাঁটায়
বিরতিহীন ঘুরে বেড়ায়
শোনার মানুষ হারিয়ে গেলো অন্যজনায়
তাই বলবো বলে বলাই হলো না।
একটি কথা
এখন ব্যথা
মনের কথা
বলি কোথা
হাজার কথা বলা হবে এ জীবনে
একটি কথা আর কখনো বলা হবে না
একটি কথা বলাই হলো না
ভালোবাসি তোমাকে, ভালোবাসি শুধু...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন