জুয়েল আদীব
বুকের কথা মুখেই রেখে
মন বাড়িয়ে দিলেম, পরী
হাত বাড়ালেই ছুঁতে পারি
তবু দৃষ্টি দিয়ে আঁকড়ে ধরি।
অনুভবের কোন্ কার্ণিশে
জাগায় তোমার শিহরণ
তুমি কি বুঝতে পারো
আমার আঁখির বিচরণ।
চাইলে তুমি জিগরখানি
তুলে দেবো তোমার হাতে
ডুব সাঁতারে মুগ্ধ হবো
মৃণাল দেহের জলপ্রপাতে।
সুখ শ্রাবণের বৃষ্টি হয়ে
ভিজিয়ে দাও হৃদয়পুর
বিজলী মেয়ে মিষ্টি হেসে
যেওনা চলে অচিন্ দূর।
১১.০৭.০৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন