তানসান্-বিক্রমাদিত্য-সংবাদ
ডি.এল. রায়হো-বিক্রমাদিত্য রাজার ছিল নব রত্ন ন’ ভাই;
আর, তানসান্ ছিলেন মহা ওস্তাদ- এলেন তাঁহার সভায়;
অ-অর্থ্যাৎ আসতেন নিশ্চয় তানসান্ বিক্রমাদিত্যের ‘কোর্টে’-
কিন্তু, দুঃখের বিষয় তখন তানসান্ জন্মাননিকো মোটে।
(কোরাস) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি
ধিনতাকি,-মেও এঁও এঁও।
যাহোক, এলেন তানসান্ কলিকাতায় চড়ে রেলের গাড়ি;
আর, ‘হুগলি’ ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি;
অ-অর্থ্যাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু ‘রেল পুল’ তখন হয় নি;
আর, বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী-উজ্জয়নী।
(কোরাস ) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি
ধিনতাকি,- মেও এঁও এঁও।
যাহোক, এলেন তানসান্ রাজার কাছে দেখাতে ওস্তাদি;
আর, নিয়ে এলেন নানা বাদ্য-‘পিয়ানো’ ইত্যাদি;-
অ-অর্থ্যাৎ আসতেন নিশ্চয়, কিন্তু হল হঠাৎ দৃষ্টি,
যে হয়নিকো তানসানের সময় ‘পিয়ানো’রও সৃষ্টি।
(কোরাস) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি
ধিনতাকি,-মেও এঁও এঁও।
যাহোক, তানসান্ গাইলেন এমন মল্লার, রাজা গেলেন ভিজে;
আর, গাইলেন এমন দীপক, তান্সান্ জ্বলে উঠলেন নিজে;
অ-অর্থ্যাৎ যেতেন রাজা ভিজে তানসান্ উঠতেন জ্বলে;
কিন্তু, রাজার ছিল ‘ওয়াটার প্রুফ’, আর তানসান্ এলেন চলে।
(কোরাস) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি
ধিনতাকি,-মেও এঁও এঁও।
হল সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য;
আর, আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাঁহার শ্রাদ্ধ;
অ-অর্থ্যাৎ, তাঁর গানের শ্রাদ্ধ-তাঁর তো হয়ে গেছে কবে?
আর তানসান্ মুসুলমান, তাঁর শ্রাদ্ধ কেমন করে হবে?
(কোরাস) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি
ধিনতাকি,-মেও এঁও এঁও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন