সুফিয়া কামাল
এই বাংলার আকাশ- বাতাস, সাগর- গিরি ও নদী
ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি
হেরিতে এখনও মানবহৃদয়ে তোমার আসন পাতা
এখনও মানুষ স্মরিছে তোমারে, মাতা- পিতা- বোন- ভ্রাতা।
যত অসহায় অক্ষম আর উপেক্ষিতরা সব
করুণ নয়নে হেরিছে এ- দেশ বিলাসের উৎসব
শূন্য উদরে সুরম্য পথে চলিতে চলিতে তারা
ভাবিছে তোমারে এ-দেশে আবার আসিয়া বসিল কারা?
তোমার জীবন -যৌবন ভরি সুদীর্ঘ কারাবাস
মুক্ত করিল, স্বাধীন করিল মুক্তির নিঃশ্বাস
ত্যাজিয়া মানুষ বাংলার মাটি বাংলার এ- বাতাসে
তোমারই দেওয়া মুক্তির বাণী জীবনের আশ্বাসে
গাহিয়া উঠিল গান
তোমার বিহনে ব্যাহত হয়েছে লক্ষ মানব প্রাণ।
বাংলার গান, বাংলার ধান, বাঙালির খাদ্যকণা
লুট হয়ে যায়, বিনিময়ে তার আসিয়াছে নকল সোনা।
জাহাজ আসিছে, আসে সম্ভার যত মেকি ঝলমল
সোনা চলে যায় সাগরের পাড়ে আবার গৃধনুদল
বাংলার বুকে হানা দিয়ে আসে, তোমার বজ্রস্বরে
সেই মূষিকেরা লুকাইয়া ছিল অন্ধ গুহার ঘরে
তারা আসে আজ, তোমার আওয়াজ ধ্বনিবে না আর বার
যত বেঈমান এই বাংলারে করেছিল ছারখার
দিবস রাতে দস্যুর দল হানা দিয়ে ঘরে ঘরে
নিত্যই দেখি এখানে - সেখানে মৃতদেহ আছে পড়ে;
তোমার শোণিতে রাঙানো এ- মাটি কাঁদিতেছে নিরবধি
তাইতো তোমারে ডাকে বাংলার কানন, গিরি ও নদী।
এই বাংলার আকাশ- বাতাস, সাগর- গিরি ও নদী
ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি
হেরিতে এখনও মানবহৃদয়ে তোমার আসন পাতা
এখনও মানুষ স্মরিছে তোমারে, মাতা- পিতা- বোন- ভ্রাতা।
যত অসহায় অক্ষম আর উপেক্ষিতরা সব
করুণ নয়নে হেরিছে এ- দেশ বিলাসের উৎসব
শূন্য উদরে সুরম্য পথে চলিতে চলিতে তারা
ভাবিছে তোমারে এ-দেশে আবার আসিয়া বসিল কারা?
তোমার জীবন -যৌবন ভরি সুদীর্ঘ কারাবাস
মুক্ত করিল, স্বাধীন করিল মুক্তির নিঃশ্বাস
ত্যাজিয়া মানুষ বাংলার মাটি বাংলার এ- বাতাসে
তোমারই দেওয়া মুক্তির বাণী জীবনের আশ্বাসে
গাহিয়া উঠিল গান
তোমার বিহনে ব্যাহত হয়েছে লক্ষ মানব প্রাণ।
বাংলার গান, বাংলার ধান, বাঙালির খাদ্যকণা
লুট হয়ে যায়, বিনিময়ে তার আসিয়াছে নকল সোনা।
জাহাজ আসিছে, আসে সম্ভার যত মেকি ঝলমল
সোনা চলে যায় সাগরের পাড়ে আবার গৃধনুদল
বাংলার বুকে হানা দিয়ে আসে, তোমার বজ্রস্বরে
সেই মূষিকেরা লুকাইয়া ছিল অন্ধ গুহার ঘরে
তারা আসে আজ, তোমার আওয়াজ ধ্বনিবে না আর বার
যত বেঈমান এই বাংলারে করেছিল ছারখার
দিবস রাতে দস্যুর দল হানা দিয়ে ঘরে ঘরে
নিত্যই দেখি এখানে - সেখানে মৃতদেহ আছে পড়ে;
তোমার শোণিতে রাঙানো এ- মাটি কাঁদিতেছে নিরবধি
তাইতো তোমারে ডাকে বাংলার কানন, গিরি ও নদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন