আহসান হাবীব
কে বলে জন্মান্ধ তুই
তোরও দুই চোখে
ছিলো আলো
স্বর্গের অমল জ্যোতি ছিলো।
চোখ মেলে তুইও অনায়াসে
আজীবন নীলাকাশ
বনভূমি
রূপালি নদীর স্রোত
মনোরম অন্ধকার রাতের জোনাকি
দেখে যেতে যেতে
জন্মের সমস্ত ঋণ শুধে যাবি
এই কথা ছিল।
অস্থানে ভূমিষ্ঠ তুই
পৃথিবীর আলো
তোকে স্পর্শ করার আগেই
তোর চোখে বানানো আন্ধার
তীক্ষ্ম বল্লমের মত ছুঁড়ে দিয়েছিল যে দুর্জন
আমি তাকে চিনি।
না তুই জন্মান্ধ ন’স
বানোয়াট অন্ধতার বেড়া
এই ভ্রান্তি
ভুলে যা ভুলে যা
বুকের আগুনে ক্লান্ত করতল
নে জ্বালিয়ে নে রে
জ্বলন্ত আঙুলে
বিদ্ধ কর দুই চোখ
দৃষ্টি ফিরে পাবি, তুই
মাথা তুলে দাঁড়া
দে তোর অমল দৃষ্টি মেলে দে ভুবনে।
দেখে নে শ্যামল বিভা বনানীর
বনরাজীনীলা
এই পৃথ্বী
নদী
নারী
শস্য মাঠ চিনে নে, এবং
তারো আগে শত্রু শিবির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন