মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

পদাবলী

পদাবলী
বিদ্যাপতি

বিদ্যাপতি

এ সখি, হামারি দুখের নাহি ওর
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।
ঝম্পি ঘন গরজন্তি সন্ততি
ভূবন ভরি বরি খন্তিয়া
কান্ত পাহুন কাম দারুন
সঘন খরশর হন্তিয়া
কুলিশ শতশত পাত মোদিত
ময়ূর নাচত মাতিয়া
মত্ত দাদুরি, ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া
তিমির দিগভরি ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্লিক করলেই ইনকাম