কা জী আ বু জা ফ র সি দ্দি কী
বাঙালির প্রাণ শব্দ ‘বঙ্গবন্ধু’ উচ্চারিত হলে
আকাশ সুনীল হয়, সূর্য পায় জীবন উদ্ভাস
বাঙালি ভুবন জুড়ে রক্তিম প্রভাতি রঙ বুকে
বৃক্ষরা উন্নত শির লাল-সবুজ পতাকা হয়,
তেরশত নদী স্রোত ‘আমার সোনার বাংলা’ গেয়ে
জাগায় সাগর প্রাণ, ‘জয় বাংলা’ বিক্রম ধ্বনিতে
জোয়ারে প্রফুল- হয় বাঙালির বঙ্গোপসাগর-
বাতাসে বাতাসে গান ‘শোন একটি মুজিবরের থেকে’
বাঙালির ইচ্ছাগুলো সাত মার্চের উদ্যান হয়
মেহনতি মানুষের হৃদস্পন্দে মুখর ‘এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম’ মন্ত্রে, শিশু কিশোর তরুণ মন
গেয়ে ওঠে ঐকসুর ‘আমরা আনিব রাঙা প্রভাত’
সমদ্গÍ নৌকার পালে মুক্তিযুদ্ধের স্মারক জাগে
দোয়েলের কণ্ঠে জাগে গান ‘আ-মরি বাঙলা ভাষা’
শাপলার পাপড়িতে আলোময় সংবিধান পৃষ্ঠা
বাঙালির মন কণ্ঠে কথা প্রাণ মুখরতা পায়
সঞ্চয়িতা-সঞ্চিতা রূপসী বাংলার স্নিগ্ধ স্পর্শে
স্মৃতি পাঠে চর্যাপদ দিব্য চোখে লালন হাসন
অসীমকে দীর্ঘ করে বাংলার প্রদীপ্ত বর্ণমালা
ফুলেরা নমিত মন ‘আমি কি ভুলিতে পারি’- সুরে
গ্রামে গঞ্জে জাগে সাড়া ‘পদ্মা-মেঘনা-যমুনা’ ঠিকানা
সেই নামে ছয় ঋতু সাজায় গৌরব উপহার।
‘বঙ্গবন্ধু’ নাম শব্দে বাঙালি আবার জেগে ওঠে
শপথের উন্নত শির পঁচাত্তরের ঘাতকদের
ফাঁসির দাবিতে আসে রাজপথে মিছিলে মিছিলে
বিপুল উত্তাল হয় একাত্তরের সাহস নিয়ে
‘বঙ্গবন্ধু’ প্রিয় নাম বাঙালির জীবন বাসনা
সৃষ্টির বিশ্বাসী চোখে স্বপ্ন দেখে সোনার বাংলার
আকাশ বনানী নদী পাহাড় সাগর জনপদ
‘বঙ্গবন্ধু’ নাম স্পর্শে সহসাই আলোকিত সুখ
বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী চির প্রেরণার মহানাম
এই নামে বাঙালির শুরু হোক মুক্তির সংগ্রাম ।
আকাশ সুনীল হয়, সূর্য পায় জীবন উদ্ভাস
বাঙালি ভুবন জুড়ে রক্তিম প্রভাতি রঙ বুকে
বৃক্ষরা উন্নত শির লাল-সবুজ পতাকা হয়,
তেরশত নদী স্রোত ‘আমার সোনার বাংলা’ গেয়ে
জাগায় সাগর প্রাণ, ‘জয় বাংলা’ বিক্রম ধ্বনিতে
জোয়ারে প্রফুল- হয় বাঙালির বঙ্গোপসাগর-
বাতাসে বাতাসে গান ‘শোন একটি মুজিবরের থেকে’
বাঙালির ইচ্ছাগুলো সাত মার্চের উদ্যান হয়
মেহনতি মানুষের হৃদস্পন্দে মুখর ‘এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম’ মন্ত্রে, শিশু কিশোর তরুণ মন
গেয়ে ওঠে ঐকসুর ‘আমরা আনিব রাঙা প্রভাত’
সমদ্গÍ নৌকার পালে মুক্তিযুদ্ধের স্মারক জাগে
দোয়েলের কণ্ঠে জাগে গান ‘আ-মরি বাঙলা ভাষা’
শাপলার পাপড়িতে আলোময় সংবিধান পৃষ্ঠা
বাঙালির মন কণ্ঠে কথা প্রাণ মুখরতা পায়
সঞ্চয়িতা-সঞ্চিতা রূপসী বাংলার স্নিগ্ধ স্পর্শে
স্মৃতি পাঠে চর্যাপদ দিব্য চোখে লালন হাসন
অসীমকে দীর্ঘ করে বাংলার প্রদীপ্ত বর্ণমালা
ফুলেরা নমিত মন ‘আমি কি ভুলিতে পারি’- সুরে
গ্রামে গঞ্জে জাগে সাড়া ‘পদ্মা-মেঘনা-যমুনা’ ঠিকানা
সেই নামে ছয় ঋতু সাজায় গৌরব উপহার।
‘বঙ্গবন্ধু’ নাম শব্দে বাঙালি আবার জেগে ওঠে
শপথের উন্নত শির পঁচাত্তরের ঘাতকদের
ফাঁসির দাবিতে আসে রাজপথে মিছিলে মিছিলে
বিপুল উত্তাল হয় একাত্তরের সাহস নিয়ে
‘বঙ্গবন্ধু’ প্রিয় নাম বাঙালির জীবন বাসনা
সৃষ্টির বিশ্বাসী চোখে স্বপ্ন দেখে সোনার বাংলার
আকাশ বনানী নদী পাহাড় সাগর জনপদ
‘বঙ্গবন্ধু’ নাম স্পর্শে সহসাই আলোকিত সুখ
বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী চির প্রেরণার মহানাম
এই নামে বাঙালির শুরু হোক মুক্তির সংগ্রাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন