সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

আগস্ট ‪‎শোকার্ত উচ্চারণ‬


জুয়েল আদীব


বাংলাদেশ প্রিয় কবিতার জমিন
বঙ্গবন্ধু এ কবিতার কবি মহান
স্বাধীনতার মহাকাব্য উপাখ্যান
লিখেছেন শেখ মুজিবুর রহমান।

আগস্ট জুড়ে শোকার্ত উচ্চারণ
হৃদয় অতলান্তে ব্যাথার গুঞ্জরণ
কত কাব্য-গানে পিতাকে স্মরণ
এ যেন বিনম্র শ্রদ্ধার উদ্ভাসন।

শোকে শোকাবহ এ আগস্ট মাস
চোখে ভাসে জাতির পিতার লাশ
মহানায়ক তুমি অমর, অবিনাশ
বাঙালীর মনপুরায় তব বসবাস।

মম শ্রদ্ধা ও প্রণতি তোমার সকাশ
আমায় দিও ভালোবাসার অবকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্লিক করলেই ইনকাম