বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

রক্ত-পলাশ আমার ঘরে

মধুমিতা ভট্টাচার্য


আয়না পলাশ আমার ঘরে
ধুলোয় কেন আছিস পড়ে!
সাজিয়ে ডালি রং ফাগুনে
রাখব তোকে মনের কোণে,
যতন করে আবির লালে
মাখাবো তোর লাজুক গালে
কিম্বা আকাশ নীলের সাথে
মেঘ দেবো এক সুপ্রভাতে
তোর আঁচলে রক্ত-পলাশ
ছোঁয়াবো আজ রঙ্গিন আভাস,
চল মেতে যাই, কাজ ভুলে যাই
নাচের তালে মাদল বাজাই
পাগলা হাওয়ার ঘোড় সওয়ারে
 আয়না পলাশ আমার ঘরে...
 আয়না পলাশ আমার ঘরে...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্লিক করলেই ইনকাম