শব্দকল্পদ্রুম
__সুকুমার রায়
ঠাস্ ঠাস্ দ্রুম দ্রাম,শুনে লাগে খটকা-
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা!
শাঁই শাঁই পন্ পন্, ভয়ে কান বন্ধ-
ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ?
হুড়মুড় ধুপধাপ-ওকি শুনি ভাইরে!
দেখছনা হিম পড়ে- যেও নাকো বাইরে।
চুপ চুপ ঐ শোন্! ঝুপ ঝাপ্ ঝপা-স!
চাঁদ বুঝি ডুবে গেল? গব্ গব্ গবা-স!
খ্যাঁশ্ খ্যাঁশ্ ঘ্যাঁচ্ ঘ্যাঁচ্, রাত কাটে ঐরে!
দুড়দাড় চুরমার--ঘুম ভাঙে কই রে!
ঘর্ঘর ভন্ ভন্ ঘোরে কত চিন্তা!
কত মন নাচ শোন্-ধেই ধেই ধিনতা!
ঠুংঠাং ঢংঢং, কত ব্যথা বাজেরে-
ফট্ ফট্ বুক ফাটে তাই মাঝে মাঝে রে!
হৈ হৈ মার্ মার্ "বাপ্ বাপ্" চিৎকার-
মালকোঁচা মারে বুঝি? সরে পড়্ এইবার।
['আবোল তাবোল' গ্রন্থের সংকলিত]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন