সোমবার, ৯ জুন, ২০১৪

নিঃসঙ্গতা - আবুল হাসান


নিঃসঙ্গতা

আবুল হাসান

অতোটুকু চায়নি বালিকা!
অতো শোভা, অতো স্বাধীনতা!
চেয়েছিলো আরো কিছু কম;
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক।
অতোটুকু চায়নি বালিকা।
অতো হৈ রৈ লোক, অতো ভীড়, অতো সমাগম!
চেয়েছিলো আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্লিক করলেই ইনকাম