মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

কেউ কি এখন

কেউ কি এখন
শামসুর রাহমান

শামসুর রাহমান

কেউ কি এখন এই অবেলায়
    আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?
আমার স্মৃতির ঝোপেঝাড়ে
হরিণ কাঁদে অন্ধকারে,
এখন আমার বুকের ভেতর
    শুকনো পাতা, বিষের মতো রাত।
দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি
একটি সাঁকোর কাছাকাছি,
চোখ ফেরাতেই দেখি সাঁকো
    এক নিমেষে ভাঙলো অকস্মাৎ।

গৃহে প্রবেশ করবো সুখে?
চৌকাঠে যায় কপাল ঠুকে।
বাইরে থাকি নত মুখে,
    নেকড়েগুলো দেখায় তীক্ষè দাঁত।
অপরাহ্ণে ভালোবাসা
চক্ষে নিয়ে গহন ভাষা
গান শোনালো সর্বনাশা,
    এই কি তবে মোহন অপঘাত?
কেউ কি এখন এই অবেলায়
    আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্লিক করলেই ইনকাম