একবার পরাজিত হলে
মুহম্মদ নূরুল হুদা |
একবার পরাজিত হলে পুনর্বার পরাজিত হব
এই ভয় থাকে না আমার
জন্মেই মৃত্যুর কোলে রেখেছি শৈশব
কুৎসিত রোগের হাতে বিকিয়েছি সুন্দরের স্বপ্ন আরাধনা
মায়ের পাণ্ডুর মুখ মিমিষেই দূরান্বয়ী হলে
জন্মসূত্রে উৎসহীন ভেবেছি নিজেকে।
যেদিন গভীর রাতে কুয়াশার আঘাত বাঁচিয়ে
দেখলাম হাটফেরা পিতার শরীর
বিবর্ণ শরীরে তাঁর
পিতামহী ঝাড়লেন তুকতাক ফুঁক
সেদিন জেনেছি আমি সুফলা মাঠের বুকে
নিশাচর ওত পাতে, ভূত আর জ্বিন শুধু রূপকথা নয়।
কৈশরেই ধ্বসে গেল সমস্ত পৃথিবী, বদলে গেল প্রকৃতির রূপ
ভূমিকম্পে উবে গেলে পিতৃঋণ ভিটে, জ্বলোচ্ছাসে
মুছে গেলে ভৌগলিক রেখা
নিজেকে বিচ্ছিন্ন বলে অবশ্যই করেছি ঘোষণা;
যেন কোনো
দুঃশীল কালের জলে সারা দেশ হয়েছে সাগর,
আমি তার বুকে
নিঃসঙ্গ দ্বীপের নামে টিকে আছি সুপ্রাচীন বঙ্গজনপদ।
সাম্প্রতিক সেই দ্বীপে রাত নামে ভয়ে;
রাত নামে ভয়ে, আর
অস্তমিত সূর্যকণা অকস্মাৎ ক’কাতেই দেখি
বুলেট প্রবিষ্ট এক গেরিলার মুখ,
জন্মের তোরণে এসে যার সাথে দেখা হয়েছিল
সমুদ্রতরঙ্গ ছিল যার সারা গায়।
পৃষ্ঠদেশে তার
সঙ্গীনের বাঁকা ক্ষত দেখে
নিমিষেই খুলে গেছে সমুখের পথ; সন্ত্রাসের কড়া হাতে
অনিবার্য সেই পথে কারা যেন তুলছে দু হাত;
যেন আমি জেনে গেছি পরিধি আমার
যেন আমি সুনিশ্চিত ভেঙে ফেলব
উদ্বাহু নীল কারাগার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন