সেই তোমার জন্য
জুয়েল আদীব
সেই কবে কথা হয়েছিলো
সেই কবে দেখা হয়েছিলো
কবে রেখেছ অনিমেষ দিঠি
সেই কবে লিখেছ শেষ চিঠি।
সেই মুখোমুখি বসার স্মৃতি
সেই পায়ে পায়ে চলার স্মৃতি
অপেক্ষার প্রহর
রৌদ্রজ্জ্বল নগর
সেই আশা-নিরাশার মৌন কথা
সেই যে স্বপ্ন দেখার যুক্ত ব্যথা
তুমি অতঃপর
দাওনি উত্তর
বেশ কেটে গেল দিন অনেক
হয়ে গেলাম আমি অচেনা এক
ভুলো মন ভুলে গেলো সব আজ
ভুললোনা শুধু সেই চোখের কারুকাজ
নদী তুমি পাথর
কার হৃদয় আকর ?
নভেম্বর,২০০৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন